মাগুরার শালিখায় নদীখননের সময় মাটির নীচ থেকে মুগল আমলের বা তার পুর্বের একটি তরবারী উদ্ধার হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছে।রবিবার মাগুরার শালিখার চিত্রা নদী খননের সময় ক্ষেত্রপাল মহাশশ্নানের নিচের দিকে নদী খননের সময় তরবারীটি উদ্ধার হয়। বর্তমানে চিত্রা নদী খনন কাজ চলছে। খননের সময় ক্ষেত্রপালের মহাশশ্নানের নীচের চিত্রানদীর মাটি কাটার সময় এই বিরাট লোহার তরবারীটি পাওয়া যায়। উন্নত মানের লোহার ধাতবের তৈরী তরবারটিতে এখানো তেমন কোন মরিচা ধরেনি। এটি বেশ ভারী এবং মজবুত বলে গ্রামবাসীরা। এলাকাবাসী ধারনা করছেন এটি মুঘল অথবা তার পূর্বের রাজাদের আমলের তৈরী হতে পারে। তরবারীটি দেখতে বহু মানুষ ভীড় করেন।
এ ব্যাপারে মাগুরার শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জানান, এরকম খবর আমরা জেনেছি। তরবারীটি নদী খননের ঠিকাদারের কাছে রয়েছে। আজ সোমবার ইউএনও মহোদয় ঘটনাস্থলে গেছেন। তবে তরবারীটি কোন আমলের বা কোন যাত্রার কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]