আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযান জমে উঠেছে। প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন নির্বাচনী সভা ও গণ সংযোগ অনুষ্ঠিত হচ্ছে। দলে দলে কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরও প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আবেদন করছেন।মাগুরা-১ আসনে নির্বাচনী ময়দানে ৭ জন প্রার্থী রয়েছেন। এরা হলেন বিএনপির মনোনিত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, ১০ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মো: আব্দুল মতিন, ইসলামী আন্দোলনের জেলা সহসভাপতি মো: নাজিরুল ইসলাম , বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, গণ অধিকার পরিসদের ডা: খলিলুর রহমান, বাসদ প্রার্থী প্রকৌশলী শম্পা বসু . জাতীয় পার্টির জাকির হোসেন।মাগুরা- ২ আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ১০ দলীয় জোটের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য জেলা আমীর অধ্যাপক এম বি বাকের, ইসলামী আন্দোলনের প্রার্থী জেলা সভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল. জাতীয় পার্টির মশিয়ার রহমান।প্রত্যেক প্রার্থী তাদের প্রচারনা চালিয়ে গেলেও প্রচারনার দিক থেকে বিএনপি, জামায়াত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। মাগুরা-১ আসনটি মাগুরা সদরের ৯টি ইউপি একটি পৌরসভা ও শ্রীপুর নিয়ে গঠিত। মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার ২৭৬জন। এর মধ্যে পুরুষ ২ লক্ষ ১৩ হাজার ৪১০জন এবং মহিলা ২ লক্ষ ১৩ হাজার ৮৬৩ জন । পুরুষ ভোটরের চেয়ে মহিলা ভোটরের সংথ্যা ৪৫৩জন বেশী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]