মাগুরায় বিদেশি পিস্তলসহ এক স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারকৃত রোহান রশিদ দুরুদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্বে আছেন।২৪ ডিসেম্বর ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শহরের তাঁতিপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ এমএম বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।গ্রেপ্তার রোহান রশিদ দুরুদ মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া গ্রামের হারুনার রশিদের ছেলে।মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলছে। তারই অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ তাকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তার নামে অন্যকোনো মামলা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]