রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
মহেশখালীতে সাংবাদিকদের উপর পরিকল্পিত হামলা
ইশরাত মুহাম্মদ শাহ জাহান, মহেশখালী, কক্সবাজার দৈনিক শিরোমণিঃ কক্সবাজারের মহেশখালীতে রাতের আঁধারে শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুখ্যাত সন্ত্রাসী ডাঃ ওসমানের লালিত সন্ত্রাসী কর্তৃক মহেশখালী উপজেলার ৪ জন সাংবাদিকদের উপর পরিকল্পিত হামলা করা হয়েছে।১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) শাপলাপুর ইউনিয়নের এক সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার পথে রাতে পরিকল্পিতভাবে ডাঃ ওসমানের লালিত সন্ত্রাসীরা এ হামলা চালান।আহত সাংবাদিকরা জানান, শাপলাপুরের একজন বন্ধুর মেহেদী অনুষ্ঠান থেকে ফেরার পথে শাপলাপুরের পাহাড়ি ঢালু নামক এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে দৈনিক জনকণ্ঠের মহেশখালী উপজেলা প্রতিনিধি ফারুক ইকবাল, দৈনিক ইনানীর উপজেলা প্রতিনিধি সাংবাদিক আ ন ম হাসান, দৈনিক কক্সবাজার বার্তার উপজেলা প্রতিনিধি এস এম রুবেল, দৈনিক মেহেদীর উপজেলা প্রতিনিধি এ কে রিফাত কে গুরতর আহত করেন।এসময় সন্ত্রাসীরা সাংবাদিকদের ক্যামেরা, মোবাইল ভাঙচুর করে টাকা-পয়সা, মানি ব্যাগ লুট করে নিয়ে যায়।হামলার একপর্যায়ে সন্ত্রাসীরা শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, শাপলাপুর ইউনিয়নের বাঘ ডাক্তার ওসমানের বিরুদ্ধে আবার নিউজ করলে, প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়।এদিকে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহেশখালী উপজেলা প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটি মহেশখালী শাখার নেতৃবৃন্দ সহ সচেতন নাগরিকবৃন্দ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.