উত্তম চাকমা মহালছড়ি( খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
“”শিশু থেকে প্রবীন পুষ্টি কর খাবার সার্বজনীন,, এবারে প্রতিপাদ্য খাগড়াছড়ির জেলা মহালছড়িতে জাতীয় পুষ্টি ২০২৫ সপ্তাহ শুভ উদ্ভোধন করা হয়েছে।
২৮ মে (বুধবার) সকাল ১১.০০টা সময়ে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান, বিশেষ অতিথি মহালছড়ি থানা প্রতিনিধি মোঃ আব্দুল আউয়াল, বিশেষঅতিথি উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ কলিন চাকমা, আবাসিক মেডিকেল অফিসার মোয়াজ্জেম হোসেন, বিভিন্ন প্রথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য কর্মীসহ সংবাদ প্রতিনিধি উপস্থিত ছিলেন।
২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। প্রথম দিন উদ্বোধন ছাড়া দ্বিতীয় দিনে শিশু পুষ্টির খাত, তৃতীয় দিন ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার ও পুষ্টিকর খাবার বিতরণ, চতুর্থ দিন মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি, পঞ্চম দিন মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার, ষষ্ঠ দিন প্রবীণ পুষ্টির আয়োজন করা হয়েছে।
বক্তারা বলেন শিশু থেকে প্রবীণ পরিবারের সদস্যদের পুষ্টিকর ও সুষম খাবার নিশ্চিত করুন, প্রতিদিন একটা ডিম, দুধ বা আমিষ জাতীয় খাবার খান, শক্তি, সামর্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং চিনি বা অতিরিক্ত লবণ পরিহার করুন, অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার এবং ফাস্টফুড বর্জন করুন, যারা ডায়াবেটিস রোগী প্রতিদিন ৩০ মিনিট হাটার চেষ্টা করতে বলা হয়।
,
Notifications