উত্তম চাকমা মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়িতে জুম্ম জাতির মহাননেতা এমএন লারমা'র ৮৬ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। "পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার লক্ষ্যে জুম্মো স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ছাত্র-যুব ঐক্য গড়ে তুলুন" এই প্রতিপাদ্যে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান নেতার জন্ম বার্ষিকী পালন করা হয়।১৫ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১ টার দিকে জন্মবার্ষিকী উপলক্ষে মহালছড়ির মনাটেক মৎস্য অফিস মিলনায়তনে পাবর্ত্য চট্রগ্রাম জনসংহতি সমিতি মহালছড়ি ও নানিয়ারচর উপজেলা শাখার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে রিটেন চাকমা'র সঞ্চালনায় ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মহালছড়ি থানা কমিটি'র সভাপতি নীল রঞ্জন চাকমা'র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটি সহ- সাংগঠনিক সম্পাদক থুইহলাঅং মারমা, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটি'র সভাপতি শোভাকুমার চাকমা।
আরো উপস্থিত ছিলেন মহালছড়ি ও নানিয়ার চর থানার কমিটি'র সদস্যসহ অত্র এলাকার যুব ও মহিলা যুব কমিটি'র সদস্য এবং মহালছড়ি ইউপি সদস্য, গ্রাম প্রধান সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা মহান নেতা এমএন লারমা নীতি আদর্শ সর্ম্পকে তুলে ধরে বলেন, পাহাড়ের জুম্ম জাতির অধিকার আদায়ে মানবেন্দ্র নারায়ণ লারমা(এমএন) আমৃত্যু আন্দোলন করে গিয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে ঘাতকরা মানবেন্দ্র নারায়ণ লারমাকে হত্যা করলেও তার আদর্শকে ম্লান করতে পারেনি। মানবেন্দ্র নারায়ণ লারমা জুম্ম জাতির অধিকার আদায়ে স্বোচ্ছার ছিলেন। তিনি চেয়েছিলেন অধিকার আদায়ের পাশাপাশি পাহাড়ের সকল মানুষ, সকল জাতি গোষ্ঠি নিজেদের মাথা উঁচু করে বৈষ্যমহীন ভাবে পাহাড়ে শান্তিতে বসবাস করবে। এই সময় জুম্ম জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। উল্লেখ্য জুম্ম জাতির মহান নেতা এম এন লারমা ১৯৩৯ সালের ১৫ সেপ্টেম্বর রাঙামাটির নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের মহাপুরম (মাউরুম) গ্রামে জন্ম গ্রহণ করেন এবং ১৯৮৩ সালের ১০ নভেম্বর ভোর রাতে বিভেদপন্থীদের এক আক্রমণে খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন পানছড়ি উপজেলায় আট সহযোদ্ধাসহ নির্মমভাবে নিহত হন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]