
হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের পৈত্রিক জমি ভাগ দাবী করে  বাড়ীর পাশের জমি দখল করে  বাঁশের বেড়া  দিয়ে  বাড়ীর প্রধান প্রবেশ ও টয়লেটের পথ প্রতিপক্ষ বন্ধ  করে দেন।  বাড়ীর মালিকদের রোপন কৃত মেহগুনি  গাছ কেটে নিয়ে যায়।
সরেজমিনে ও মোঃ রফিকুল ইসলামের লিখিত মধুখালী থানায়  অভিযোগ সুত্রে জানা গেছে উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দী  গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক শেখ ও মৃত  মোনতাজ শেকের ছেলে মোঃ মিরাজ শেখ,বোয়ালিয়া গ্রামের  শাহজাহান শেখের ছেলে মোঃ সাজ্জাদ শেখ,মৃত হারেজ শেখের স্ত্রী ফিরোজা বেগম  দলবদ্ধ হয়ে  ৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে  এসে বসত বাড়ী গোয়াল ঘর টয়লেটসহ  বাঁশের বেড়া দিয়ে  অবরুদ্ধ  করে  দখল করে নেয় ।
আমাদের রোপন কৃত মেহেগুনি গাছ কেটে নিয়ে যায় ।  ৯ এপ্রিল সরেজমিনে  সংবাদকর্মিগণ  পরিদর্শনে গেলে দখলের সত্যতা মিলে ।  আবরুদ্ধ অবস্থা বাঁশের বেড়া অপসারনের  সাংবাদকৃর্মিগণ অনুরোধ করলে সেটা তারা অপসারন করে নেন।  অবরুদ্ধা অবস্থা থেকে বাড়ীটি মুক্ত হয়।এ  ব্যপারে মধুখালী থানার এসআই মোঃ জাফর আলী বলেন  বাঁশের বেড়ার অবরুদ্ধ যেটুকু বাকী ছিল সেটা অপসারণ করে দিয়েছি। কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে ১৬ এপ্রিল শনিবার  থানা নিয়ে  আসতে বলেছি । কগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
                     
                    
                    
                    
	
				
		no views