রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২১ জুলাই ২০২৫ | ৬ শ্রাবণ ১৪৩২ | ২৫ মহর্রম ১৪৪৭
মধুখালীতে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা
রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি: জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌররের এক অনন্য দিন । ৫১ বছর আগে এই দিনে ১৯৭১ সালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করে ছিলেন স্বাধীনতার মুলমন্ত্র এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আঃ ওহাব, সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা প্রমুখ। অপরদিকে ৭ মার্চ সোমবার সকাল ৯টায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকুর নেতৃত্বে মধুখালী আধুনিক মিলনায়তন সংলগ্ন স্থাপিত বঙ্গবন্ধু ম্যুারাল এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধা এবং ছাত্রলীগসহ অন্যান্য সংঘঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি পরবর্তী ম্যুরাল চত্বরে উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি হাজী আঃ সালাম মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইলিয়াছ মিয়া, এ্যাড.আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সমস্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি হাজি মুহাম্মাদ আলী মিয়া, সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান কোকন এবং কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুল বাশার প্রমুখ ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.