মডার্নার করোনা ভ্যাকসিন দেশে আনতে সরকারের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা লিমিটেড।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রেনাটা মডার্নার ভ্যাকসিন আনার অনুমতি চেয়ে আবেদন জমা দিয়েছে। এ সম্পর্কিত নথি ওষুধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) কাছে পাঠানো হয়েছে।’
‘রেনাটা এটি আনতে সক্ষম কিনা ডিজিডিএ তা মূল্যায়ন করছে,’ যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘এই ভ্যাকসিন বাংলাদেশে আনা হলে তা মাইনাস তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। এ কারণে ঢাকায় রাখা হতে পারে।’
‘ঢাকার বাইরে এটা সংরক্ষণের ব্যবস্থা আমাদের এখনো নেই,’ বলেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]