রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১০ জানুয়ারি ২০২৬ | ২৬ পৌষ ১৪৩২ | ২০ রজব ১৪৪৭
ভোলার বদরপুর মহাবিদ্যালয়ে কৃষ্টিকাননের সাপ্তাহিক আড্ডা
মো: মাহে আলম আখন:কবিতার সৌরভে সাজাবো জীবন, সংস্কৃতির আলোয় রাঙাবো ভূবন- এই শুভ প্রত্যয়ে ভোলার লালমোহনের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বদরপুর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কৃষ্টিকানন সাপ্তাহিক সাংস্কৃতিক আড্ডা ।জাতীয় কবিতা পরিষদ ভোলার ব্যবস্হাপনায় অনুষ্ঠিত কবিতা কথা গানের বাহারি আড্ডায় : জাতীয় কবিতা পরিষদ ভোলার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ; বদরপুর মহাবিদ্যালয় কৃষ্টিকাননের সভাপতি সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন - বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ- লাললমোহন উপজেলা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস মিয়া । আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড- লালমোহন এর নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক বীরের সন্তান মোহাম্মদ আবুল কাশেম এবং সমবায় ও পরিকল্পনা সম্পাদক শহীদ বীরমুক্তিযোদ্ধার সন্তান মোঃ নাছির মৃধা ।মূল্যবান বক্তব্য রাখেন - বদরপুর কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম মলিন , কৃষ্টিকাননের সাধারণ সম্পাদক ও জাতীয় কবিতা পরিষদ ভোলার নির্বাহী সদস্য প্রভাষক কবি মাহে আলম আখন, কৃষ্টিকানন সদস্য প্রভাষক মো: আবুবকর, হিসাব সহকারী মো. ফখরুল ইসলাম মৃধা , শিক্ষার্থী সদস্য নজরুল ইসলাম পঞ্চায়েত , আফরিনা আখতার মুনমুন প্রমুখ ।
সঙগীত পরিবেশন করেন- গুণী কণ্ঠশিল্পী বাহারুল ইসলাম বাবলু, কবি ও কণ্ঠশিল্পী রিপন শান, কণ্ঠশিল্পী ও প্রভাষক সহদেব চন্দ্র দে, তুহিন বালা, শিক্ষার্থী মারিয়া আকতার প্রমুখ । কবিতা পাঠ করেন কবি রিপন শান এবং শিক্ষার্ জিতু আখতার । ইসলামী সঙগীত পরিবেশন করেন- কবি মাহে আলম আখন ।প্রধান অতিথির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা ইউনুস মিয়া বলেন- একাত্তর মুছে গেলে বাংলাদেশ থাকবে না । বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পাঠ ও চর্চা বাড়াতে হবে । একটি সুখী সমৃদ্ধ শোষণমুক্ত বাংলাদেশ গড়তে হলে একাত্তরের অঙ্গীকার সবার আগে বাস্তবায়ন করতে হবে । এসময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন- যদি ভালো রেজাল্ট করতে চাও মোবাইলের অপব্যবহার বন্ধ করে দাও । সময়কে কাজে লাগাও । কারো সাথে বেয়াদবি করো না ।বেশি বেশি মুক্তিযুদ্ধের বই পড়বে । দেশপ্রেম বাড়বে । হৃদয় পরিস্কার হবে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.