ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে রাজধানী কারাকাসে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। রোববার অনুষ্ঠিত এই বিক্ষোভে প্রায় দুই হাজার মানুষ অংশ নেন।বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের বাহিনীর হাতে আটক হয়ে নিউইয়র্কের একটি কারাগারে বন্দি থাকা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি জানান।বার্তা সংস্থা এএফপি জানায়, মাদুরোপন্থি আধাসামরিক সদস্য এবং মোটরবাইক আরোহীদের একটি দলও বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভকারীদের হাতে লাল, নীল ও হলুদ রঙের ভেনেজুয়েলার জাতীয় পতাকা ছিল।লাল জামা পরা এক বিক্ষোভকারীর হাতে থাকা একটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘আমাদের প্রেসিডেন্টকে মুক্তি দিন’। তার পোশাকে মাদুরোর পূর্বসূরি ও রাজনৈতিক গুরু প্রয়াত সমাজতান্ত্রিক নেতা হুগো চাভেজের ছবি দেখা যায়।আরেকটি প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ভেনেজুয়েলা কারও উপনিবেশ নয়’। এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার প্রতি ইঙ্গিত করে, যেখানে তিনি বলেন, একটি অনির্দিষ্ট অন্তর্বর্তী সময়ে ওয়াশিংটন ভেনেজুয়েলা ‘পরিচালনা’ করবে।সোমবার নিউইয়র্কের একটি আদালতে মাদুরোকে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কথিত কোকেন পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ‘মাদক সন্ত্রাসবাদ’ মামলার শুনানি হবে।এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ দাবি করেছেন, মাদুরোকে আটক করার সময় তার নিরাপত্তা দলের ‘একটি বড় অংশকে’ ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। একই ঘটনায় সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে জানান তিনি, তবে সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।অন্যদিকে, চিকিৎসকদের একটি দল এএফপিকে জানিয়েছে, ওই ঘটনায় প্রায় ৭০ জন নিহত এবং ৯০ জন আহত হয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]