ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃপবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম আগামী ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস্ এসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম দশ দিন বন্ধ থাকবে এবং আগামী ১৫ জুন, ২০২৫ থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) গিয়াস উদ্দিন জানান, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত এই স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]