মোঃ সাঈদুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সিভিল সার্জনের যৌথ অভিযানে বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে লাইসেন্স নবায়ন না থাকায় ক্লিনিক সিলগালা ও জরিমানা করা হয়েছে।
ক্লিনিক দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূরুঙ্গামারীর নিকটবর্তী এলাকায় অবস্থিত। একটি হলো আপডেট ডায়াগনস্টিক সেন্টার এবং অপরটি জনসেবা ডায়াগনস্টিক সেন্টার। জানা গেছে, আপডেট ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয় এবং উভয় প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র এবং কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ডা. সাজিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ সদস্যরা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জনসাধারণের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।