
মোঃ সাঈদুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি::কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই ২৪ এর নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা মোঃ শামসুল হক -কে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি ভূরুঙ্গামারী ৫ নংসদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া (মাদ্রাসা মোড়) গ্রামের মৃত আবু তাহেরের পুত্র এবং ভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
তাকে নাশকতা মামলায় শনিবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানার একটি টিম অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ বলেন, “জুলাই ২৪-এর নাশকতা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ভূরুঙ্গামারীতে নাশকতা, মাদক ও চাঁদাবাজি দমনে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।