1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

ভূমিদস্যু মুরাদ ঠাকুরের বিরুদ্ধে প্রবাসী গোলাপি বেগমের বাড়ি দখলের অভিযোগ

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল গ্রামের আমেরিকা প্রবাসী গোলাপি বেগমের জমি দখলের চেষ্টা করছে ওই গ্রামের একদল সন্ত্রাসী। এ বিষয়ে গোলাপী বেগমের পরিবারের একজন নাসরিন খাতুন, পিতাঃ মোঃ আনজু মোল্লা নামে এক মহিলা এবং বাড়ির কেয়ারটেকার নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার জিডি নংঃ ৭৫৫।
তিনি তার সাধারণ ডায়েরিতে উল্লেখ করেছেন যে, ১। খোকন ঠাকুর, পিতা মৃতঃ মোসলেম উদ্দিন ঠাকুর, ২। বকুল ঠাকুর, পিতাঃ শাহাবুদ্দিন ঠাকুর, পিতাঃ শাহাবুদ্দিন ঠাকুর, ৪। স্বর্ণা, পিতাঃ হান্নান ঠাকুর, সর্ব সাংঃ দক্ষিণ কাইচাল, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর। সন্ত্রাসী রাত গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময়ে দেশিয় অস্ত্রসজ্জিত হয়ে নাসরিন খাতুন এর বাড়িতে ঢুকে তার স্বামী ইব্রাহিম সরদার ও তার ছেলেদের মারপিট করে গুরুতর জখম করে এবং হেও প্রতিপন্ন করে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে তারা বাড়ির ওয়াল ভেঙ্গে এবং গাছ কেটে বাড়ির ব্যাপক ক্ষতিসাধন করে।
মুরাদ ঠাকুর ও বিকুল ঠাকুর নামধারী কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালীতার অপব্যবহার করে ভুয়া দলিল, মিথ্যা কাগজপত্র তৈরি এবং প্রবাসীদের জমি–সম্পত্তি নিয়ে জটিলতা ও হয়রানির যে অভিযোগ উঠেছে। মুরাদ ঠাকুর গোলাপি বেগমের সম্পত্তির জাল কাগজপত্র বানিয়ে নিজের সম্পদ বলে দাবী করছে। বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে এই অপরাধের প্রভাব আরও ভয়াবহ, কারণ তারা দেশের বাইরে থেকে নিজেদের সম্পত্তি রক্ষায় কার্যত অরক্ষিত অবস্থায় থাকে। এই বাস্তবতায় প্রবাসীদের পক্ষ থেকে স্পষ্ট জোর দাবী
প্রধান উপদেষ্টা, ভূমি মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবিলম্বে সক্রিয় হয়ে এসব অভিযোগের তদন্ত, নজরদারি এবং আইনি ব্যবস্থা নিশ্চিত করতে ভুক্তভোগী দাবী জানান।
ঘটনার অনুসন্ধানে জানা যায় বাড়ির মালিক গোলাপী বেগম দীর্ঘদিন থেকে আমেরিকা প্রবাসী। তাদের ওবর্তমানে তার আতিয়া দীর্ঘদিন ধরে বাড়িতে বসবাস এবং দেখাশোনা করে আসছে। গোলাপি বেগম আমেরিকায় “পেট্রিয়টস অফ বাংলাদেশ” নামে একটি মানবাধিকার সংগঠনের সাথে জড়িত।
গোলাপি বেগম দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করে সেখানকার প্রবাসীদের মধ্যে দেশপ্রেম সৃষ্টির কাজ করে যাচ্ছেন এবং দেশ ও সমাজের উন্নয়নের জন্য দান অনুদান করে যাচ্ছেন। তার দীর্ঘ অনুপস্থিতির কারণে উল্লেখিত চিহ্নিত সন্ত্রাসীরা ভুয়া দলিল তৈরি করে জোরপূর্বক তার জমি ও বাড়ি দখলের চেষ্টা করছে। তিনি এ বিষয়টি লিখিতভাবে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ কে জানিয়েছেন। সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনই জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি উক্ত বিষয়টির সম্পর্কে ব্যবস্থা নেয়ার জন্য আমেরিকায় বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে জানাবেন বলে উল্লেখ করেছেন।

ভূক্তভোগী গোলাপি বেগম সরকারের কাছে দাবী তুলে বলেন, আমি ও আমার সন্তানরা আইনি অধিকার, মানবাধিকার এবং ন্যায়বিচার পাবে। ভূমিদস্যুদের শাস্তি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি