রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ৭ আগস্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ১২ সফর ১৪৪৭
ভাষা দিবসে বেরোবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি
আবু সাইদ জনি, বেরোবি প্রতিনিধি : মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষ্যে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
রোববার (২১ ফ্রেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তারা।
এতে বেরোবিসাসের সহ-সভাপতি ও সময় টেলিভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাব্বি হাসান সবুজ, বেরোবিসাসের কোষাধ্যক্ষ ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ইসমাইল রিফাত, বেরোবিসাসের সদস্য ও কালের কণ্ঠের প্রতিনিধি সৌম্য সরকার, বেরোবিসাসের প্রচার সম্পাক ও বার্তা২৪.কম এর প্রতিনিধি আদিব হোসাইন, বেরোবিসাসের কার্যকরী সদস্য ও সমকালের প্রতিনিধি রুদ্র মাহমুদ জয়, বেরোবিসাসের সদস্য ও ঢাকা পোস্টের প্রতিনিধি শিপন তালুকদার, বেরোবিসাসের কার্যকরী সদস্য ও দৈনিক অধিকার নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাঈদ জনি, খোলা কাগজের নাহিদুজ্জানমান নাহিদ, ভোরের ডাকের কামরুজ্জামান হিমেল ও ক্যাম্পাস টুডের রবিউল ইসলাম শাকিব উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে ভাষা আন্দোলনসহ বাংলার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাত ১২টা এক মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ পূষ্পার্ঘ্য অর্পন করেন এবং তাঁদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করেন।
সকাল সাড়ে ৮ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় প্রতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, বিভিন্ন অনুষদ, বিভাগ, দফতর ও হল প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিকে ভাষা শহীদদের ইতিহাস-ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়ালি আলোচনাসভার আয়োজন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া জোহরের নামাজ বাদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ভাষা শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.