ভারতে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৯৩০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৩ জন।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬ লাখ ৬৩ হাজার ৬৬৫ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লাখ ৪ হাজার ২০১ জন।
এর আগে মঙ্গলবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ৫৫৩ জনের। এ সময়ের মধ্যে করোনাক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন, যা দৈনিক সংক্রমণ বিবেচনায় ১৮ মার্চের পর থেকে সর্বনিম্ন।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন এর পেছনে ভূমিকা রেখেছে।
মঙ্গলবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ লাখ ৯ হাজার ২১৮ জনের। আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৫৩ লাখ মানুষ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]