বড়লেখা উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানায় আব্দুল হান্নান (৩৫) নামক এক পলাতক আসামী স্বেচ্ছায় আত্মসমর্পণ করার খবর পাওয়া গেছে। সে বড়লেখা উপজেলার গঙ্গারজল গ্রামের ধলা মিয়ার ছেলে। বর্তমানে সে কুলাউড়া উপজেলার দক্ষিণ জয়পাশা গ্রামের (ছোরফান মিয়ার ভাড়া বাসায়) বসবাস করে। জানা গেছে,গত শুক্রবার (৩০ মে/২০২৫ ইং) ৩০২/৩৪ ধারায় পেনাল কোড এর একমাত্র এজহারনামীয় আসামী করে আব্দুল হান্নানের বিরুদ্ধে
কুলাউড়া থানায় মামলা নং-২৯ করা হয়েছে। মামলার পর থেকে সে এতোদিন আত্ম গোপনে ছিলো। হঠাৎ আব্দুল হান্নান মঙ্গলবার (১০ জুন)।২০২৫ ইং তারিখে স্বেচ্ছায় বড়লেখা থানায় আত্মসমর্পণ করলে তাকে অদ্য বড়লেখা থানা থেকে অত্র মামলায় গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম আপছার জানান, শাহীন হত্যার ঘটনায় নিহতের পরিবার আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর থেকেই পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিলো মঙ্গলবার বিকেলে সে আত্মসমর্পণ করেছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]