রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
বোয়ালমারীতে বিষ পানে কিশোরের আত্মাহত্যা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের আজিজুর জোয়ারদার (১৬) নামের এক কিশোর বিষপান আত্মহত্যা করেছে । আজিজুর জোয়ারদার পরমেশ্বরদী গ্রামের আকদার জোয়ারদারের ছেলে। সে রাজমিস্ত্রীদের সাথে জোগালের কাজ করতো। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার ( ৪ মে) সকালে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আজিজুলের ভাই হান্নান জোয়ারদার বাদী হয়ে ইউডি মামলা করেছেন মামলা নম্বর ৮। লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম বলেন, আজিজুল জোয়ারদার তার পরিবারের সাথে অভিমান করে সোমবার বিকেল ৫টার দিকে ধানে দেওয়া কীটনাশক ফোরাডন পান করে। এ সময় তার পরিবারের লোকজন তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানা পুলিশ খবর পেয়ে রাত ৮টার দিকে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.