রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ৬ মহর্রম ১৪৪৭
বোয়ালমারীতে ছাত্রলীগের ইফতার মাহফিল
মুকুল বোস বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি আব্দুর রহমানের নির্দেশনায় ও ফরিদপুর জেলা ছাত্রলীগের পরামর্শে বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ মর্তুজা তমালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসদরের কামারগ্রাম মহিলা কলেজের মোড়ে বাসটার্মিনালে স্বাস্থ্য বিধি মেনে বুধবার (৫ মে) পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র সেলিম রেজা লিপন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সহ প্রচার সম্পাদক এনামুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রশান্ত সাহা, উপজেলা আ'লীগের সদস্য মো. আলী আকবর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুল সিকদার, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, যুবলীগ নেতা পরশ সিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা খান আশিকুজ্জামান রাতুল, সৈয়দ মর্তুজা তমাল প্রমুখ। ইফতার মাহফিলে উপজেলা ও পৌর ছাত্রলীগের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
এছাড়া পথচারী ও উপজেলার বিভিন্ন এতিমখানায়ও এ সময় ইফতার বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.