রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ৩০ এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ১ জিলকদ ১৪৪৬
বোয়ালমারীতে অনুমতি ছাড়া অবৈধ ভবন নির্মাণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী নাঈম কাজীর বিরুদ্ধে পৌরসভার অনুমতি ছাড়া অবৈধ ভাবে দুইতলা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১০ মার্চ) পৌরসভা থেকে ইমারত নির্মাণ স্থগিত রাখার জন্য নোটিশ করা হয়েছে। নাঈম কাজী গত ২৩ ফেব্রুয়ারি ঢাকায় ১৪শ' পিচ ইয়াবা বড়ি নিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। সে বর্তমানে জেল হাজতে আছে।
নোটিশে বলা হয়েছে, পৌরসভা থেকে নকশা অনুমোদন না করিয়া ইমারত নির্মাণ কাজ করা হচ্ছে। যা স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ এর ৩৫ ধারা ও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ এর পরিপন্থি। নোটিশ প্রাপ্তির ৩ কার্যদিবসের মধ্যে কেন অনুমতি ছাড়া ভবন র্নিমাণ করা হচ্ছে তা নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত ভাবে জানাতে হবে। এ ব্যাপারে নাঈম কাজীর বাবা নজরুল কাজীর কাছে ভবন নির্মানের জন্য কোন অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেনি
পৌরসভার প্রকৌশলী সদান্দ রায় বলেন, নাঈম কাজী ভবন নির্মাণের জন্য কোন অনুমতি না নিয়ে অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। নোটিশ করা হয়েছে সঠিক জবাব না পেলে ভবনটি অপসারণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.