নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ার হোসেনকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টায় ঘটনার মূলহোতা ও ধর্ষণ মামলার প্রধান আসামি দেলোয়ারকে তিনটি মামলায় সাতদিনের রিমান্ড শেষে সিনিয়র জুডিসিয়াল জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাশফিকুল হকের ১ নং আমলি আদালতে তোলা হয়।
গত ১৮ অক্টোবর নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার দেলোয়ারকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ নিয়ে এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আটজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]