বৃষ্টির দিনে
নিলুফা ইসলাম
রিমঝিম বৃষ্টি টুপটাপ শব্দ
থৈ থৈ করে জল
এলোমেলো সাঁতার কেটে
খুশি হাঁসের দল।
বালিহাঁস পাতিহাঁস আছে
আছে পানকৌড়ি
মনের সুখে মাছ ধরে যায়
দূর গাঁয়ের গৌরি।
মাঝি মাল্লা বৈঠা হাতে
ভাটিয়ালি গান ধরে
বধূ যাবে বাপের বাড়ি
চোখের পানি ঝরে।
কালিয়াকৈর, গাজীপুর।