বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার ডোজ টিকা উপহার হিসেবে দেবে ইউরোপের দেশ বুলগেরিয়া। আগামী সপ্তাহেই দেশে আসতে পারে এই টিকা।
দেশটির সরকারি তথ্য সেবা সংস্থার বরাত দিয়ে সেদেশের সংবাদ মাধ্যম সোফিয়া গ্লোব এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুলগেরিয়া সরকার বেশ কয়েকটি দেশকে টিকা উপহার দেবে। এর মধ্যে বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশকে টিকা উপহার দেয়ার জন্য দেশটি খুব শিগগির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]