
মোঃরাসেল শেখ,কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার বড়নাল গ্রামের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মরহুম আবুল হাসানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
বুধবার (২৩ তারিখ) মহামান্য রাষ্ট্রপতির পক্ষে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের প্রতি গার্ড অব অনার প্রদান করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর অন্তিম সালাম জানান।
এ সময় পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের সময় উপস্থিত ছিলেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।