রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
বীরমুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নুর দাফন সম্পন্ন
উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
একাত্তরের বীরমুক্তিযোদ্ধা হাজরা জাহিদুল ইসলাম মন্নু মৃত্যু বরন করেছেন(ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)তিনি কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।এছাড়াও তিনি ১৯৭৩ সালে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে যুক্ত হয়।মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।১৯৯৬ সালে বিপুল ভোটে তিনি কচুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়। তিনি বর্তমানে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।কিছু দিন হলো তিনি কিছুটা শারিরীক অসুস্থতায় ভুগছিলেন।৭ মে আনুমানিক ১২.১৫ মিনিটের সময় খুলনার একটি বেসরকারি হাসপাতালে বসে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।মৃত্যু কালে তিনি ১ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে মুক্তি যোদ্ধা সহ বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হচ্ছে।মরহুমের নামাজে জানাজা আছর নামাজ বাদ কচুয়া পাইলট বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।জানাজা নামাজ শেষে তার তার মরদেহ শ্রদ্ধা নিবেদন সহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.