ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার মৃত্যুর পর তার স্ত্রী সামিরা বিয়ে করেন সালমানেরই বন্ধু মোশতাক ওয়াইজকে৷
মোশতাকের সংসারে এক ছেলে ও দুই মেয়ের মা সামিরা। সুখী দম্পত্তি হিসেবে গণমাধ্যমে দাবি করতেন সামিরা ও মোশতাক। তবে সেই সুখ স্থায়ী না হয়ে ভেঙে গেছে তাদের সংসার।
নতুন করে আবারও বিয়ে করেছেন সামিরা। এই খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক স্বামী মোশতাক।
দুদিন ধরেই সামিরার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু তার ফোন নম্বরে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। এরপর সামিরার সাবেক স্বামীর সাথে যোগাযোগ করা হলে আজ শনিবার রাতে তিনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সামিরার বর্তমান স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গত ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]