করোনায় আক্রান্তদের বিনামূল্যে ২৪ ঘন্টা অক্সিজেন সেবা চালু করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট, বরিশাল জোন । রবিবার সকাল সাড়ে ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডে ফ্লোরে অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন।এসময় উপাচার্য প্রফেসর ড.মোঃ ছাদেকুল আরেফিন বাঁধন,বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের মহতি এই উদ্যেগের সাধুবাদ জানিয়ে বলেন, তোমাদের এই অক্সিজেন সেবার মোটিভেট সকল শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে পড়ুক। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁধনের উপদেষ্টা শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও বাঁধনের সদস্যবৃন্দরা। বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হামজাহ্ মোঃ বাকীবিল্লাহ বলেন, করোনা মহামারির এই ক্রান্তিকালীন সময়ে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সংকট প্রকট আকার ধারণ করেছে। সংকটময় এই ক্রান্তিলগ্নে করোনা আক্রান্ত রোগী যেই মুহুর্তে আমাদের সাথে যোগাযোগ করবে ঠিক সেই মুহূর্তে বাঁধন বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিট এর অক্সিজেন টিম অক্সিজেন সেবা নিয়ে পৌঁছে যাবে তার কাছে। আমরা শুরুতে দুটি সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছি। প্রয়োজনে আমরা আমাদের সিলিন্ডারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
অক্সিজেন সেবা পেতে যোগাযোগ করুনঃ
১. 01843508575- বাঁধন, ববি ইউনিটের অফিশিয়াল নাম্বার
২. 01752812881- হামজাহ্ মোঃ বাকীবিল্লাহ
৩.01521530531 – সোহেল রানা
৪. 0199734437 – গাজী হাদীউজ্জামান
৫. 01708739208- হাদীউজ্জামান সুজন