বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল।
মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর-ভূঞাপুর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের নেতৃত্বে আলোচনা সভা ও বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা শেষে গোপালপুর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিশাল বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর পুরাতন পৌরসভা চত্বরে এসে সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গোপালপুর উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইদ্রিস হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ডা. আতাউর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা আমির মো. আব্দুল্লাহ আল মামুন, গোপালপুর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, মোহাম্মদ ফরহাদ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]