বিচার চাই
মোহাম্মদ মিনহাজুল ইসলাম
কোন জগতে বসত করি
আমরা মানুষ বুঝি,
পাইনা কূল ভেবে আকুল
পথের দিশা খুঁজি।
কেমন করে মারলো বলো
হাজার লোকের ভীড়ে,
তুহিন কিবা দোষ করেছে
বিবেদ তাকে ঘিরে।
প্রকাশ্যে এই দিনের বেলা
জ্যান্ত মানুষ লাশ,
কোথায় পেলো সাহস এতো
দেখায় এমন ত্রাস।
সামনে পিছে যারাই ছিলো
মানুষ বলি কারে,
কেউ ধরেনা কেউ বাড়েনা
চোখের সামনে মারে।
সত্যের পথে কলম ধরা
এই যদি হয় দোষ,
বিবেকের কাছে জিজ্ঞাসা তবে
ফিরবে কবে হুস।
দেখবো কবে বিচার হবে
বিচার চাই চাই,
দ্রুত বিচার হতেই হবে
বিকল্প আর নাই।।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]