রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্রম ১৪৪৭
বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত
রেদোয়ান হাসান সাভার,ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সাভারের আশুলিয়ায় বাস চাপায় এক অজ্ঞাত মোটরসাইকেলআরোহী (২৮) নিহত হয়েছে।বুধবার (১৬ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসষ্ট্যান্ডের সেনা শপিং কমপ্লেক্স এর সামনে ফুট ওভার ব্রিজের নিচে এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয়সহ বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। তবে সে কোনা বাইক রাইডার গ্রুপের সদস্য বলে ধারনা করা হচ্ছে। তার কাছে পাওয়া গাড়ির কাগজে নাম জাহিদুল ইসলাম রাজধানীর হাজারিবাগের বাসিন্দা।পুলিশ জানায়, বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসষ্ট্যান্ডের সেনা শপিং কমপ্লেক্স সংলগ্ন ওভারব্রিজের নিচে একটি অজ্ঞাত বাস অজ্ঞাত মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫০-৮০৯) আরোহীকে চাপা দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমিকভাবে ধরণা করা হচ্ছে সে কোনা টুরিষ্ট বাইকার। তার নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি বিস্তারিত তথ্য পেতে। এছাড়া পরিবহনটি সনাক্ত করার চেষ্টাও চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.