ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমনির বনানীর বাসায় হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।বুধবার বিকালে তিনি ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন।
লাইভে তিনি অভিযোগ করেছেন, তার বাড়ির মেইনগেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করেছে বলে অভিযোগ করছেন। তিনি দাবি করেন, পুলিশ পরিচয়ে তারা হামলা চালাচ্ছে। তবে কোন থানা থেকে আসছে তারা তা বলছে না।
লাইভে তিনি বলেন, ডিবির হারুন ভাইকে ফোন দিয়েছি। তিনি বলেছেন তদন্তের স্বার্থে কেউ যেতে পারেন। তবে কিছুক্ষণ পরে তিনি জানান, তাদের কেউ যায়নি। তিনি পুলিশ পাঠাচ্ছেন। পরীমনি বনানী থানায় ফোন দিয়ে সহযোগিতা চেয়েছেন বলেও দাবি করেন। তবে এখন পর্যন্ত কেউ আসেনি। এ সময় তিনি পরিচিতজনদের তার বাসায় আসার জন্য বলেন।
যা কিছু হবে লাইভে হবে বলেও তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]