বান্দরবান সদর উপজেলায়,১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের প্রথম সভা ও আভিসেক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে ১নং রাজবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ক্যআংপ্রু মার্মা সভাপতিত্ব করেন, প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু পাইমংথুই মার্মা (রাজুমং),অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন ১নং রাজবিলা ইউনিয়নের নবনির্বাচিত মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ,উপস্থিত ছিলেন সরকারি বেসরকারী প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় আলোচ্য বিষয়ছিলঃ ১ঃপবিত্র কোরআন থেকে তেলাওয়াত ২ঃদায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ ৩ঃপারস্পরিক পরিচিতি, মত বিনিময় ও স্বাগত বক্তব্য ৪ঃমাসিক সভায় তারিখ নির্ধারণ ৫ঃগ্রাম আদালতে তারিখ নির্ধারণ ৬ঃব্যাংক হিসাব সমুহের স্বাক্ষর পরিবর্তন ৭ঃইউনিয়নের ১৩টি স্ট্যান্ডিং কমিটি গঠন ৯ঃপ্যানেল চেয়ারম্যান গঠন ১০ঃবিবিধ আলোচনা
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]