বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গৌরম্ভা, রাজনগর ও হুড়কা ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর উদ্যোগে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় বিদ্যুৎ কেন্দ্রটি শুরু থেকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বহুমুখী মানবিক কর্মকাণ্ডের উল্লেখ করে বিআইএফপিসিএল-এর প্রকল্প পরিচালক রামানাথ পূজারী বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক সুরক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে।বক্তারা জানান, মানবিক উদ্যোগ শীত মৌসুমে তীব্র শৈত্যপ্রবাহে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং স্থানীয় জনগণের সঙ্গে প্রতিষ্ঠানের সুসম্পর্ক আরও সুদৃঢ় করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]