নয়ন বাগেরহাট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বাগেরহাট জেলার কর্মরত সাংবাদিকদের জন্য “মোবাইল সাংবাদিকতা বিষয়ক ৩দিন ব্যাপী এক প্রশিক্ষণ” আজ থেকে শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণের আয়োজন করেছে। জেলার কর্মরত ৩৫ জন বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা স্বাস্থ্যবিধি মেনে এতে অংশ নিয়েছেন। বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ৩দিন ব্যাপী প্রশিক্ষণে ভিডিও রেকডিং, ভিডিও সম্পাদনা ও স্টোরি তৈরিসহ নীতিমালার উপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সকালে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।এই সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল বাকী তালুকদার, পিআইবির প্রশিক্ষক মো: শাহ আলমসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষনের প্রথম দিনের ট্রেনিং পরিচালনা করেন আজকের পত্রিকার ফ্যাকচেক বিশেষজ্ঞ সাহস মোস্তাফিজ। আগামী ৫ মার্চ “মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন” এর সমাপনী অনুষ্ঠিত হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]