বাগেরহাটে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার পলাতক আসামি শামীম হোসেনকে (৩৮) বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করা হয়েছে। বাগেরহাট পৌর সভার নাগেরবাজার এলাকায় এ অভিযানের সময় ৫’শ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের বিপুল পরিমাণ সরঞ্জামাদি, দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
বাগেরহাট ২৩ আরই ব্যাটেলিয়ান মেজর আশরাদ জামান এবং লেফটেন্যান্ট জারিফ এর নেতৃত্বে চিংড়ি গবেষণা ক্যাম্পের একটি দল এ যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জলিল হোসেনের ছেলে হত্যা মামলার আসামি শামীম, তার স্ত্রী আদুরী বেগম এবং শাশুড়ি মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে শামীম এর বাসা থেকে ৫০০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, মাদক সেবনের বিপুল পরিমাণ সরঞ্জামাদি, কিছু দেশীয় অস্ত্র এবং মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
অপরদিকে, মোল্লাহাট উপজেলায় সেনা অভিযানে তানিয়া আক্তার (৩৭) ও মহিবুল্লাহ (৩০) নামে দুই জন মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। বুধবার রাতে উপজেলার উদয়পুর গ্রামে তাদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]