রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ জুলাই ২০২৫ | ২৯ আষাঢ় ১৪৩২ | ১৭ মহর্রম ১৪৪৭
বাগেরহাটে লোকালয় থেকে অজগর উদ্ধার,সুনদরবনে অবমুক্ত
মেহেদি হাসান নয়ন বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের শরণখোলার লোকালয় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের হায়দার আলীর বাড়ীর মুরগির খোপে সাপটি দেখতে পেয়ে পরিবারের লোকজন খবর দেয় বনরক্ষী, ভিটিআরটি ও সিপিজি সদস্যদের। তারা সাপটিকে উদ্ধার করে সুন্দরবন পূর্ব বন বিভাগের ধানসাগর ষ্টেশন সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশন কর্মকর্তা মো. আবদুস সবুর বলেন, হায়দার আলীর বাড়ির মুরগির খোপে একটি অজগর হানা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে বনরক্ষী ভিটিআরটি ও সিপিজি সদস্যরা অজগরটি উদ্ধার করে। পরবর্তীতে অজগরটিকে বনে অবমুক্ত করা হয়েছে। উদ্ধার হওয়া অজগরটি ১৫ ফুট লম্বা, ওজন প্রায় ২০ কেজি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.