মেহেদী হাসান বাচ্চু,বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাট শহরের পৌর পার্কে বাণিজ্য মেলা শুরুর আগেই স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা মেলা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ীরা জানান , এই মেলার কারণে তাদের নিয়মিত ব্যবসায় ব্যাপক ক্ষতি হবে। মেলায় ভ্রাম্যমাণ বিক্রেতাদের আগমন ও সস্তা দামে পণ্য বিক্রির ফলে স্থায়ী দোকানগুলোর বিক্রয় হ্রাস পাবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
ব্যবসায়ী সমিতির নেতারা আরো জানান, "প্রতি বছর এই মেলার কারণে আমাদের ব্যবসায়ীরা কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়েন। কর্তৃপক্ষের উচিত স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে মেলা বন্ধ করা।"
স্থানীয় প্রশাসন ও জেলা প্রশাসকের কাছে ব্যবসায়ী নেতারা মেলা বন্ধের দাবি জানিয়েছেন। বিক্ষোভ শেষে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়িক নেতারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications