মেহেদী বাচ্চু,বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাট সদর মডেল থানায় রিমান্ডে থাকা মোজাফফর হোসেন (২৬) নামে এক চুরি মামলা আসামীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার আব্দুল ওহাবের ছেলে। পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর রাতের দিকে বাগেরহাট সদর উপজেলা রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয়রা মোজাফফর হোসেনসহ চার চোরকে মালামালসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। ওইদিনই তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে পুলিশের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আদালত এই এই চার চোরকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানায় রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাকে বাগেরহাট জেলা ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান জানান, ইসিজি পরীক্ষায় মোজাফফরের গুরুতর হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়। তবে এর কিছুক্ষণের মধ্যেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফর হোসেনের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্ত করে মরদেহ মোজাফফরের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]