মেহেদী হাসান বাচ্চু,বাগেরহাট প্রতিনিধি:আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট পুলিশ লাইন্স এর ড্রিল শেডে বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির।
বাগেরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম।
বাগেরহাট সিভিল সার্জন ডাঃ আ,স,ম মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মমিনুর রহমান। বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম।বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।সমাজের বিভিন্ন স্তরের সুধীজন,ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি মোঃ আলী হোসেন ফকির আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক,সহ সবাইকে একাত্ম হয়ে কাজ করার আহ্বান জানান।