বাগদান সারলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। হবু বরের নাম সনি পোদ্দার। বুধবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এই অভিনেত্রী।
বাগদানের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন মিম। পাশাপাশি হবু বরের ছবিও প্রকাশ করেছেন তিনি।
স্ট্যাটাসে এ অভিনেত্রী লেখেন, ছয় বছর আগে তোমার সঙ্গে আমার সকল আনন্দের শুরু। আজকের দিনটি আমার জন্য বিশেষ। চিরদিনের জন্য আজ থেকে আমাদের যাত্রা শুরু। একটি নতুন অধ্যায়ের শুরু। অবশেষে যৌথ জীবনের পথ চলা শুরু।
আজ মিমের জন্মদিন। সারাদিন পরিবারের সঙ্গে কেটেছে তার। দুপুরের দিকে মিম জানিয়েছিলেন আজ রাতে ভক্তদের চমকে দেবেন। তারপরই গুঞ্জন চাউর হয় বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]