রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১৮ জুলাই ২০২৫ | ৩ শ্রাবণ ১৪৩২ | ২২ মহর্রম ১৪৪৭
বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুরের উদ্যোগে ইফতার
রবিউল ইসলাম রাজিব,ফরিদপুর প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখা ও পৌর শাখার উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৯ মে রবিবার বিকেলে শহরের ঝিলটুলী এলাকার একটি রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদুল বারী বাবুল এর সভাপতিত্বে ও পৌর কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি আক্তারুজ্জামান, সহ সভাপতি ও সাংবাদিক সাইয়েদ আলী হোসেন নান্নু, পৌর শাখার সভাপতি এস এম এ রাজ্জাক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এ্যাডভোকেট, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহুরে জীবনে জনগণের বিভিন্ন দুর্ভোগ তুলে ধরেন। এ সময় এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ বলেন, শহরের একটি প্রয়োজনীয় সড়ক হাসিবুল হাসান লাভলু সড়ক। এই সড়কটি চালু হওয়ার পর মুজিব সড়ক ও লাভলু সড়ক একমুখি চলাচল সড়কে পরিণত হয়েছে যা জরুরী ছিল। কিন্তু নীলটুলি ও আলিপুরের মাঝের সড়ক বন্ধ করে দেওয়ায় ঝিলটুলি, দক্ষিণ ঝিলটুলি, চকবাজার ও পুর্ব খাবাসপুর এলাকার জনগণের জন্য এই সড়কটি এখন ভোগান্তিতে পরিনত হয়েছে। কারণ এসব এলাকার জনগণকে অনেকটা পথ ঘুরে তাদের এলাকায় আসতে হয়। এজন্য প্রশাসনের কাছে দাবী মাঝের এই সড়কটি খুলে দিয়ে শুধু রিক্সা, বাই সাইকেল ও মটর সাইকেল চলাচলের জন্য উন্মুক্ত করে হোক। এতে জনগণের ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.