রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
বরিসে ‘পতনে’ আনন্দ প্রকাশ করেছে রাশিয়া
বরিসে 'পতনে' আনন্দ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির নেতারা বরিস জনসনকে 'বেকুব ক্লাউন' হিসেবে উল্লেখ করেছেন। সেইসঙ্গে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার জন্য তিনি তার ন্যায্য পুরস্কার পেয়েছেন।
দল থেকে বরিসের পদত্যাগের কিছুক্ষণের মধ্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'বরিস আমাদের পছন্দ করেন না আমরাও তাকে পছন্দ করিনা।' টেলিগ্রাম পোস্টে রাশিয়ান টাইকুন ওলেগ ডেরিপাস্কা বলেছেন, এক 'বেকুব জোকারের' অপমানজনক পরিণতি।
রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভ্যাচেস্লাভ ভোলোদিন বলেন, জোকারের বিদায় হচ্ছে। তিনি আরও বলেন, 'বরিস রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের অন্যতম প্রধান মতাদর্শী। ইউরোপীয় নেতাদের চিন্তা করা উচিত যে এই ধরনের নীতি কোথায় নিয়ে যায়।'
এছাড়া ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আশা করে ব্রিটেনে 'আরও পেশাদার লোক' ক্ষমতায় আসবে।
ইউক্রেনের যুদ্ধ শুরুর পর পশ্চিমা নেতাগুলোর মধ্যে যে বেশি দৌড়ঝাঁপ করেছেন এরমধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অন্যতম। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দুইবার আকস্মিক কিয়েভ সফর করেছেন বরিস। সেইসঙ্গে এই যুদ্ধ নিয়ে রাশিয়ার সমালোচনাকারীর মধ্যেও বরিস ওপরের তালিকায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.