রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৮ অক্টোবর ২০২৫ | ১২ কার্তিক ১৪৩২ | ৫ জমাদিউল আউয়াল ১৪৪৭
বরিশাল জেলায় শ্রেষ্ট থানা নির্বাচিত বাকেরগঞ্জ
মোঃ জাহিদুল ইসলাম ( বরিশাল) এমাসেও দ্বিতীয়বারের মত বাকেরগঞ্জ থানা বরিশাল জেলায় শ্রেষ্ঠ থানা মনোনীত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুলাই ইং) বরিশাল জেলার মাসিক সভায় বাকেরগঞ্জ থানাকে শ্রেষ্ঠ থানা মনোনীত করে পুরস্কার দেয়া হয়।
২০২৩ সালের মে মাসের সামগ্রিক পারফরম্যান্সের ভিত্তিতে বাকেরগঞ্জ থানাকে জেলার শ্রেষ্ঠ থানা মনোনীত করা হয়। জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বিপিএম'র হাত থেকে শ্রেষ্ঠ থানার পুরস্কার গ্রহন করেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান।এ নিয়ে একই বছর পরপর দুইমাস (এপ্রিল ও মে) বাকেরগঞ্জ থানা জেলায় শ্রেষ্ঠ থানা মনোনীত হয়েছে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান শ্রেষ্ঠ থানা মনোনীত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, সাধারণ মানুষসহ সকলের সহযোগিতায় থানা পুলিশ দল-মত নির্বিশেষে সকলকে সেবা দিচ্ছে। তাছাড়া বাকেরগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে বেশ উন্নতি হয়েছে বলেও তিনি স্বীকার করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.