
বরিশালের হিজলায় জাটকা বিক্রি ও ধরার অপরাধে পৃথক অভিযান চালিয়ে ১১ জনকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার উপজেলার কাউরিয়া বাজার থেকে পাঁচজন জাটকা বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাফিনুর রহমান আকন্দ।
অপর অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরার সময় নদী থেকে ছয়জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল।