
রহমতউল্লাহ নওগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
নওগাঁর বদলগাছীতে ১ কেজি ৯০০গ্রাম গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ীকে  র্যাব ৫ জয়পুরহাট আটক করেছে।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  র্যাব ৫ জয়পুরহাটের বিশেষ  অভিযানের ভিত্তিতে সোমবার বেলা  ৪ টায় বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের হাজি পুর গ্রামে সাহেব বাজারের  পশ্চিম পাশে বাঁশঝাড়ের  নিচে অভিযান চালিয়ে ১ কেজি ৯০০গ্রাম গাঁজা সহ দুই  জন মাদক ব্যবসায়ীকে  আটক করেছে।মাদক ব্যবসায়ীরা  বদলগাছী উপজেলার মথুরা পুর ইউনিয়নের চকবেনী গ্রামের  ( কল কটি) মোড়ের আব্দুল রাজ্জাকের ছেলে সুমুন হোসেন (৩০) এবং জগৎ নগর  গ্রামের গজিম উদ্দিনের ছেলে অটো বাবু(৩৫) এ ব্যপারে বদলগাছী থানায় একটি মাদকের মামলা করা হয়েছে।এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল  ইসলাম ( আতিক) জানান, সোমবার বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ জয়পুরহাট বদলগাছী  উপজেলার  জগৎনগর গ্রামে অভিযান চালায়। এই সময় আসামীর নিকট থেকে ১কেজি ৯০০গ্রাম গাঁজা উদ্ধার করেছে। মঙ্গলবার দুপুরে ২ আসামীকে কোর্টর মাধ্যেমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
                     
                    
                    
                    
	
				
		no views