রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৪ জানুয়ারি ২০২৬ | ২০ পৌষ ১৪৩২ | ১৪ রজব ১৪৪৭
বদরপুর মহাবিদ্যালয় কৃষ্টিকাননের কমিটি গঠিত
মো: মাহে আলম আখন, লালমোহন উপজেলা প্রতিনিধি: বদরপুর মহাবিদ্যালয় কৃষ্টিকাননের নতুন কমিটি গঠিত ,সিনিয়র প্রভাষক কবি রিপন শান সভাপতি, কবি মো:মাহে আলম আখন সাধারণ সম্পাদক ,ভোলা জেলার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান বদরপুর মহাবিদ্যালয়ের নিজস্ব সাংস্কৃতিক সংগঠন "কৃষ্টিকানন" এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১০ ডিসেম্বর ২০২৫ কৃষ্টিকানন আয়োজিত সাপ্তাহিক সাংস্কৃতিক জলসায়, উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে কৃষ্টিকাননের প্রতিষ্ঠাতা ও কলেজটির সিনিয়র প্রভাষক (বাংলা) কবি মোঃ শাহাবুদ্দিন রিপন শান কে সভাপতি ও প্রভাষক মাওলানা মোঃ মাহে আলম আখনকে সাধারণ সম্পাদক করে বদরপুর মহাবিদ্যালয় কৃষ্টিকাননের ২০২৫ - ২০২৭ মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় ।
কমিটির অন্যান্যর হলেন- প্রভাষক মোঃ মিরাজ হোসেন (সহ-সভাপতি), প্রভাষক সহদেব চন্দ্র দে ( সাংগঠনিক সম্পাদক), প্রভাষক মোঃ হাবিবুর রহমান (কোষাধ্যক্ষ),প্রভাষক তুহিন বালা (সাংস্কৃতিক সম্পাদক), ফুটবলার ইশতিয়াক আহমেদ রাকিব ( ক্রীড়া সম্পাদক) , নির্বাহী সদস্য, যথাক্রমে- প্রভাষক রণিকা রাণী দাস, প্রভাষক মো. আল আমিন, প্রভাষক মোঃ আবু বকর, প্রভাষক রায়হান বিন হাফিজ, প্রদর্শক মোঃ মাইন উদ্দিন সিকদার, অফিস সহকারী মোঃ জামাল উদ্দিন, স্টাফ নাজমুল হাসান নান্টু, মোঃ শাহাবুদ্দিন, রহিমা বেগম, ছাত্র প্রতিনিধি নজরুল ইসলাম রায়হান, জাবেদ আহমেদ, মোহাম্মদ ফাহিম , সুমাইয়া হাবিবা, রাবেয়া আক্তার, আফসিনা আক্তার, মোঃ নুরনবী, মোঃ শামীম ও মোহাম্মদ আশিক , আয়শা সিদ্দিকা মুশীরা, জীতু , লিমা আক্তার প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.