রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১২ সেপ্টেম্বর ২০২৫ | ২৮ ভাদ্র ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল ১৪৪৭
বগুড়ায় জিলা স্কুলের দুই শিক্ষার্থী করোনায় আক্রান্ত!
পলাশ মন্ডল বগুড়া জেলা প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ বগুড়া জিলা স্কুলের দুইজন শিক্ষার্থী করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা গেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী বিষয়টি নিশ্চিত করেছেন।স্কুল সূত্র জানায়, চলতি মাসের ১২ সেপ্টেম্বর স্কুল খোলার পর থেকেই দুই শিক্ষার্থী নিয়মিত ক্লাস করে আসছিল। গত কয়েক দিন তারা স্কুলে অনুপস্থিত থাকালে শ্রেণি শিক্ষক যোগাযোগ করেন তাদের অভিভাবকদের সঙ্গে। তখন অভিভাবকরা তাদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।বগুড়া জিলা স্কুল এর প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী গণমাধ্যমকে জানান, আমরা অভিভাবকের কাছে থেকে নিশ্চিত হয়েছি দশম শ্রেণির দুজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে। এবিষয়টি লিখিতভাবে জেলা শিক্ষা অফিসকে জানিয়েছি। ১৫ সেপ্টেম্বরের পর থেকে আক্রন্ত দুই শিক্ষার্থী স্কুলে আসেনি। ইতোমধ্যে ১১ দিন অতিবাহিত হওয়ায় বাকি শিক্ষার্থীদের কোনো উপসর্গ না থাকায় তাদের নমুনা পরীক্ষা বা পাঠদান বন্ধ করার প্রয়োজন হচ্ছে না। এছাড়া আমরা প্রতিদিন সরকারি সব নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ক্লাসে প্রবেশ করাচ্ছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.