রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৮ জুলাই ২০২৫ | ১৩ শ্রাবণ ১৪৩২ | ২ সফর ১৪৪৭
বগুড়ার সারিয়াকান্দিতে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে সমবায় সমিতি উধাও
পলাশ,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় গ্রাহকের প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বাধবাসী একতাবদ্ধ শ্রমজীবী সমবায় সমিতি নামক একটি সমিতি। এই সমিতিতে সারিয়াকান্দি পৌর এলাকার শত শত গ্রাহক ও বিনিয়োগকারী রয়েছে। যারা তাদের অতিকষ্ট করে উপার্জন করা অর্থ এই সমিতিতে গচ্ছিত করেছিলো।যেখানে কৃষক দিনমজুর, ব্যবসায়ী সহ নানা শ্রেনীর পেশার সাধারন গরীব মানুষ বিনিয়োগ করে প্রতারনার শিকার হয়েছে। সম্প্রতি এই সমতির বেশ কয়েকজন কর্নধার কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই পলাতক রয়েছে। তালা ঝুলতে দেখা গেছে তাদের বাড়ী ঘরে। এতে করে বিনিয়োগ কারীরা চরম ভাবে দিশেহারা হয়ে পড়েছে। এমতাবস্থায় গচ্ছিত অর্থের কোন নিশ্চয়তা পাচ্ছেন না গ্রাহকরা। সারিয়াকান্দি উপজেলায় পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে নাম সর্বস্ব এই সকল সমিতি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.