রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
বগুড়ার সারিয়াকান্দিতে নগদ অর্থ ও খাদ্য বিতরণ করলেন – জেলা প্রশাসক
পলাশ বগুড়া প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বগুড়ার সারিয়াকান্দিতে সম্প্রতি নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা আলীগের সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, চেয়ারম্যান শওকত আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী কমিশনার( ভূমি) দেওয়ান আকরামুল হক।অনুষ্ঠানে ৪০ টি দুস্থ পরিবারের প্রতি পরিবারকে নগদ ৩ হাজার করে টাকা এবং ১২০ জন পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.